আমার শহরে আজ মেঘের আনাগোনা
তাদের দেখে মনের ভেতর, স্মৃতির জাল বোনা
মেঘ বলে আজ, এই ছেলেটা!
আমায় মনে পরে?
ছোটবেলায় আসতাম যে
আকাশ কালো করে
এই ছেলেটা! আগের মতন
তাকাস না তো আজ!
অনেক বড় হলি বুঝি
এখন ভীষণ কাজ!
এই ছেলেটা, কি হল তোর?
পাল্টে গেলি যেন
আগের মতো শূন্য চোখে
তাকাস না আর কেন?
এই ছেলেটা, বুঝি না ছাই
কিসের যে তোর তাড়া
চল না রে ভাই আগের মতন
বেড়িয়ে আসি পাড়া
এই ছেলেটা, কি হল তোর?
চোখে কেন জল?
ধুততেরিকা! কি যে করিস
আমার সাথে চল
-----------------------------------------
যেতে তো চাই, সুহৃদ আমার
আমায় নিয়ে চলো
কিন্ত বড় হয়ে গেছি
কি আর করি বলো!
মনের ভেতর পাক ধরেছে
আজ রঙের অনেক মানে
জানি না যে কোথায় যাব
পালিয়ে কোনখানে
অনেক হল, আর পারি না
হব না আর বড়
তোমার সাথে পালিয়ে যাবো
তাড়াতাড়ি চলো
তাদের দেখে মনের ভেতর, স্মৃতির জাল বোনা
মেঘ বলে আজ, এই ছেলেটা!
আমায় মনে পরে?
ছোটবেলায় আসতাম যে
আকাশ কালো করে
এই ছেলেটা! আগের মতন
তাকাস না তো আজ!
অনেক বড় হলি বুঝি
এখন ভীষণ কাজ!
এই ছেলেটা, কি হল তোর?
পাল্টে গেলি যেন
আগের মতো শূন্য চোখে
তাকাস না আর কেন?
এই ছেলেটা, বুঝি না ছাই
কিসের যে তোর তাড়া
চল না রে ভাই আগের মতন
বেড়িয়ে আসি পাড়া
এই ছেলেটা, কি হল তোর?
চোখে কেন জল?
ধুততেরিকা! কি যে করিস
আমার সাথে চল
-----------------------------------------
যেতে তো চাই, সুহৃদ আমার
আমায় নিয়ে চলো
কিন্ত বড় হয়ে গেছি
কি আর করি বলো!
মনের ভেতর পাক ধরেছে
আজ রঙের অনেক মানে
জানি না যে কোথায় যাব
পালিয়ে কোনখানে
অনেক হল, আর পারি না
হব না আর বড়
তোমার সাথে পালিয়ে যাবো
তাড়াতাড়ি চলো