Saturday, October 31, 2015



আমার শহরে আজ মেঘের আনাগোনা
তাদের দেখে মনের ভেতর, স্মৃতির জাল বোনা

মেঘ বলে আজ, এই ছেলেটা!
আমায় মনে পরে?
ছোটবেলায় আসতাম যে
আকাশ কালো করে

এই ছেলেটা! আগের মতন
তাকাস না তো আজ!
অনেক বড় হলি বুঝি
এখন ভীষণ কাজ!

এই ছেলেটা, কি হল তোর?
পাল্টে গেলি যেন
আগের মতো শূন্য চোখে
তাকাস না আর কেন?

এই ছেলেটা, বুঝি না ছাই
কিসের যে তোর তাড়া
চল না রে ভাই আগের মতন
বেড়িয়ে আসি পাড়া

এই ছেলেটা, কি হল তোর?
চোখে কেন জল?
ধুততেরিকা! কি যে করিস
আমার সাথে চল

-----------------------------------------

যেতে তো চাই, সুহৃদ আমার
আমায় নিয়ে চলো
কিন্ত বড় হয়ে গেছি
কি আর করি বলো!

মনের ভেতর পাক ধরেছে
আজ রঙের অনেক মানে
জানি না যে কোথায় যাব
পালিয়ে কোনখানে

অনেক হল, আর পারি না
হব না আর বড় 
তোমার সাথে পালিয়ে যাবো
তাড়াতাড়ি চলো 



Saturday, June 27, 2015

কতটা ল্যাদ খাওয়ার পর বাঙালি বলা যায়

(গানটা গাইতে চাইলে - "কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়" এর সুরে গাইতে পারেন) 

কতটা ল্যাদ খাওয়ার পর বাঙালি বলা যায়
চাকরি নিয়ে বাইরে চল - কি সাঙ্ঘাতিক! না না!
বাঙালি হয়ে কলকাতাতে কি সুখ পাওয়া যায়
প্রশ্নগুলো সহজ আর উত্তরতো জানা

কত হাজার বাজে কথা লোকে বাঙালি নিয়ে ভাবে
এই qualityর ভেটকি ইলিশ কোথায় যে আর পাবে
কত হাজার ঘুরলে তবে মানবে তুমি শেষে
ঘি আর ভাতে ভালই আছি ল্যাংড়া আমের দেশে

কতটা ল্যাদ খাওয়ার বাঙালি বলা যায়
চাকরি নিয়ে বাইরে চল - কি সাঙ্ঘাতিক! না না!
বাঙালি হয়ে কলকাতাতে কি সুখ পাওয়া যায়
প্রশ্নগুলো সহজ আর উত্তরতো জানা

রবিবারে লুচির আদর আড্ডা দিতে দিতে
বিকেলে তেলেভাজা আর চা, লাস্ট ফুচকাটা ফ্রিতে
উপুর হয়ে শোবো আমি বুকে বালিশ ঠেসে
মাটন বিরিয়ানি খেয়ে - ভীষণ ভালবেসে

কতটা ল্যাদ খাওয়ার বাঙালি বলা যায়
চাকরি নিয়ে বাইরে চল - কি সাঙ্ঘাতিক! না না!
বাঙালি হয়ে কলকাতাতে কি সুখ পাওয়া যায়
প্রশ্নগুলো সহজ আর উত্তরতো জানা


শ্রদ্ধেয় বব ডিলান, কবীর সুমন, Bongpen ও সকল ল্যাদ খাওয়া বাঙালিদের প্রতি নিবেদিত।

এটি কখনই কোন গানের parody নয় তা আগে থেকেই সকল নিন্দুক এবং KKR (Kolkata Kathi Rotno) বাঙালিদের জানিয়ে রাখলাম......